মাথাভাঙ্গা মনিটর: চলতি বছরের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ান ঘণ্টায় ২৩৫ কিলোমিটার (১৪৬ মাইল) বেগে হাজার দ্বীপের দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে। এতে অন্তত ৩ জন নিহত এবং ৭ জন আহত হওয়ার কথা এক সংবাদ ব্রিফিঙে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রে বালিডো। ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়। আর অপর আরেকজন নিহত হয় বজ্রপাতে। ঝড়ের কারণে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছে ২০টি প্রদেশের লাখ লাখ মানুষ। ঝড়ে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব জানতে কয়েকদিন লেগে যাবে বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ঝুঁকির মুখে পড়েছে। বহু মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিপাইনের সেভ দ্য চিলড্রেন পরিচালক আন্না লিনডেনফোর্স। গতকাল শুক্রবার ভোরে হাইয়ান সামারের উপকূলে আঘাত হানে। লেতে এবং সামার দ্বীপ ছাড়াও উত্তরাঞ্চলীয় সেবু শহরের ওপর দিয়েও ঝড় বয়ে যায়। সামার, লেতে এবং বোহলে বিদ্যুতসংযোগ ও যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন সংবাদদাতারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি সর্ম্পকে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যে এটিকে ভূখণ্ডে আঘাত হানা সর্বকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের গুইউয়ান শহর থেকে ৬২ কিলোমিটর দক্ষিণ-পূর্বে ছিলো বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।