মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত ১৭ বাংলাদেশি আটক হলেও তাদের অধিকাংশই ছাড়া পেয়েছেন। আরব দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। গত ৪ নভেম্বর থেকে সৌদি আরবে চলমান অভিযানে ২০ হাজারের বেশি ইতোমধ্যে আটক হয়েছেন। রাষ্ট্রদূত বলেন, অভিযানে ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে পরে কাগজপত্র দেখে ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এরপর আরো ১৩ জনকে ছেড়ে দেয়া হয় বলে রিয়াদ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এমদাদুল হক জানিয়েছেন।