স্টাফ রিপোর্টার: যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাটি নামকস্থানে গতরাতে গণহারে ডাকাতি হয়েছে। সড়কে বেরিকেড দিয়ে প্রায় অর্ধশত ট্রাক আটকে ডাকাতি করে ৩০/৪০ জনের একদল ডাকাত। এ ডাকাতির কবলে পড়েছে চুয়াডাঙ্গার দুটি ট্রাক।
ডাকাতির শিকার চুয়াডাঙ্গার ট্রাকচালক নাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, রাত ১২টার দিকে চূড়ামনকাটির অদূরে বেরিকেড দেয় ডাকাতদল। দীর্ঘ সময় ধরে গণহারে ডাকাতি করে। ট্রাক মাইক্রোবাসও ডাকাত দলের কবল থেকে রক্ষা পায়নি। রাত ১টার দিকে ডাকাতদল সটকে পড়ে। সড়কের দুধারের প্রায় অর্ধশত ট্রাক থেকে ঠিক কতো টাকা ডাকাতি করা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ট্রাকচালক নাসির বলেছেন, আমার কাছে টাকা বেশি থাকলেও ডাকাতি হচ্ছে দেখে তা সরিয়ে ফেলি। পকেটে অল্প কিছু রাখি। আমার কাছে ডাকাতদল অস্ত্র নিয়ে আসতেই পকেট থেকে হাজার খানেক টাকা বের করে দিতেই ওরা সরে যায়।