মেহেরপুর পিরোজপুর গোল্ডকাপ ফুটবলে সাহেবপুর জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পিরোজপুর নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাহেবপুর স্টার ক্লাব জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার সাহেবপুর স্টার ক্লাব ২-১ গোলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর সূর্য তরুণ ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দল সাহেবপুর স্টার ক্লাবের রিমন ও ভরত একটি করে এবং বিজীত দল ধরমপুর সূর্য তরুণ ক্লাবের শান্ত একটি গোল করে।

খেলা পরিচালনা করেন রিটন এবং সহযোগিতা করেন লিল্টু ও লাল্টু। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি সাবেক ওয়ার্ড সদস্য ইদ্রিস আলী, ১ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান প্রমুখ।