দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার ও মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় এক স্কুলছাত্র ও এক পাউয়ার টিলারচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আল্লারদর্গা বাজারে খুলনা ট-২৭১ নম্বরধারী একটি তেলবাহী ট্যাঙ্কার পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শকিল মণ্ডল (১৫) ঘটনাস্থলেই নিহত হয়। সে পার্শ্ববর্তী বৈদ্যনাথতলা গ্রামের সুনিত মণ্ডলের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করেছে। এর আগে সকাল ১০টার দিকে মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় পাউয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় পাউয়ার টিলার উল্টে চালক শাকিল উদ্দিন (১৮) আহত হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সে একই এলাকার মঈদুল ইসলামের ছেলে।