বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের বিলপাড়ায় পুকুরের পানিতে ডুবে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাফিজুলের ১১ মাস বয়সী ছেলে সেলিম খেলা করতে করতে হঠাত সকলের চোখের আড়াল হয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায় সেলিমকে বাড়ির পাশের পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশু সেলিমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।