স্টাফ রিপোর্টার: আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট দেশের সব শুল্ক ভবনে শুল্ক সংক্রান্ত কার্যক্রম ছুটির দিনেও চলমান থাকবে। আজ শুক্রবার থেকেই এ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এটি চলমান থাববে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কাস্টম হাউজ বরাবর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এনবিআরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মূলত হরতালসহ রাজনৈতিক সহিংসতার কারণে আমদানি রফতানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় তা পুষিয়ে নিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এনবিআরের এ আদেশে বলা হয়, হরতালের কারণে ব্যবসায়ীরা যাতে আমদানি রফতানি কার্যক্রমে ক্ষতির শিকার না হন সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ছুটির দিনেও আমদানি রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক সংক্রান্ত সব কার্যক্রম চলমান থাকবে। ইতোমধ্যে ব্যবসায়ীরা এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে।