চুয়াডাঙ্গা দামুড়হুদার ফকিরপাড়ায় জমি নিয়ে দু ভাইয়ের বিরোধ এবং

ভাসুরপুত্রসহ ৬ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলেছেন চাচি

 

স্টাফ রিপোর্টার: ভাসুরের ছেলে দামুড়হুদা ফকিরপাড়ার মানিক ও ভাসুরের জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন তিন সন্তানের জননী।  গত… সময় তিন সন্তানের জননীর স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে আটকে মাঠে নিয়ে মারধর করে। এরই এক পর্যায়ে আমাকে ধরে মাঠে নিয়ে ভাসুর নজিমের ছেলে মানিক ও মানিকের ভগ্নিপতিসহ কয়েকজন আমাকে ধর্ষণ করেছে।

ধর্ষণের শিকার তিন সন্তানের জননীর স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক দামুড়হুদা ফকিরপাড়ার নাজিমের ছেলে মানিক ও তার ভগ্নিপতিসহ ৬/৭ জন গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা। অপরদিকে অভিযুক্তদের তরফে জানানো হয়েছে, ভিমরুল্লার ওই মহিলা ও তার স্বামীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। মামলাও হয়। সেই বিরোধের জের ধরেই এ ধরণের অভিযোগ উত্থাপন করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য গ্রামের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছেন, ওরা নিজেদের মধ্যে নিজেদের বিরোধ নিয়ে কোট পুলিশ করে বেড়াচ্ছে। আমরা কিছু বলতে পারবো না।