স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক কমিটির নেতাদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী জিল্লুর রহমান। ভাঙচুরের কথা স্বীকার করে তিনি বলেন, ছাত্রলীগের সাবেক কমিটির আশিকুর রহমান জাপান ও তৌহিদুর রহমান হিটলারের নেতৃত্বে চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।