স্টাফ রিপোর্টার: একেবারে অল্পের জন্য রক্ষা পেলাম! সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র তারকাজুটি অনন্ত-বর্ষা গতকাল সকালে দুজনই বের হয়েছিলেন নিজেদের ব্যক্তিগত কাজে। একটি হোটেলে তাদের নতুন চলচ্চিত্রের সাকসেস পার্টিও রয়েছে। সেই ভাবনাতেই নিজেদের বিএমডব্লিউতে চেপে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু সামনের প্রধান সড়কে আসতেই আরেকটি বেপরোয়া গাড়ির সাথে সংঘর্ষে নতুন বিএমডব্লিউ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতরের লাইফ সাপোর্ট তাদের প্রাণে রক্ষা করে। এ প্রসঙ্গে চিত্রনায়িকা বর্ষা বলেন, চোখের নিমিষেই মৃত্যুর পাশ দিয়ে বেঁচে এলাম। আল্লাহ তায়ালার অসীম রহমতে বেঁচে গেছি। আর আমাদের গাড়িটি নরমাল গাড়ি হলে হয়তো প্রাণে বাঁচতাম না। বিএমডব্লিউ বিশেষ লাইফ সাপোর্ট সিস্টেম আমাদের প্রাণে রক্ষা করে। ওপরওয়ালার অশেষ শুকরিয়ায় বেঁচে গেছি।
উল্লেখ্য, গতকাল এম এ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রের রেকর্ড সাফল্য নিয়ে তার এক বিশেষ নৈশভোজের আয়োজন করে তারা।