মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাকমালিক গ্রুপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রগুলো বৈধ হয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২১ পদের বিপরীতে ৩০ প্রার্থী ৩০ টি মনোনয়ন পত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাইয়ে সবগুলো মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।
জেলা ট্রাকমালিক গ্রুপের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন গত মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মোট ৩০ প্রার্থী ৩১ টি মনোনয়নপত্র কেনেন। পরের দিন ৩০ প্রার্থী ৩০ টি মনোনয়ন জমা দেন। গোলাম রসুল-মিজানুর রহমান রানা পরিষদের বাইরেও ৯ টি পদের বিপরীতে ৯ জন মনোনয়পত্র জমা দেন। নির্বাচনের প্রার্থীরা হলেন সভাপতি পদে আলহাজ মো. গোলাম রসুল ও এস্কেন আলী, ২টি সহসভাপতি পদের বিপরীতে আশাবুল হক, হাফিজুর রহমান, ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান রানা ও শরিফুল ইসলাম মিন্টু, সহসাধারণ সম্পাদকের ২ টি পদের বিপরীতে সানোয়ার উদ্দিন আহমেদ শহিদ ও মোস্তাক আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন ও আব্দুল মজিদ, সড়ক সম্পাদক পদে একমাত্র প্রার্থী আনোয়ার সাদাত খোকন, প্রচার সম্পাদক পদে আব্দুর রশিদ ও বাদল শেখ, কোষাধ্যক্ষ পদে ফারুক হোসেন ও জুয়েল এবং ১১ টি নির্বাহী সদস্য পদে আমিনুল ইসলাম, এনামূল হক ঠাণ্ডু, সুমন বিশ্বাস, ফরমান আলী, হাবিব, বকুল, এসপি বাপ্পি, জামান, সাইদুর রহমান মফিজুর রহমান, মহব্বত হোসেন, আব্দুর রশিদ, মুকুল ও সোহেল। আগামী ১০ ডিসেম্বর মেহেরপুর জেলা ট্রাকমালিক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।