স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার বীর মুক্তিযোদ্ধা রাশিদুল ইসলাম (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। গতকাল বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা আড়াইটার দিকে গার্ড অব অনার দেয়া হয়। জানাজা শেষে সিঅ্যান্ডবিপাড়ার কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
পরিবারের সদস্যরা বলেছেন, মৃত আমিরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরে গেরিলা যোদ্ধা ছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন গ্রীন ফুডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকাজ সম্পন্ন করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সদর থানার অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডারসহ পুলিশ লাইনের চৌকস পুলিশ দল।