স্টাফ রিপোর্টার: দিন হাজিরার বিনিময়ে ব্যাপারীর কেনা গাছ কাটতে গিয়ে গুরুতর জখম হয়েছেন কাঠুরিয়া আব্দুস সালাম (৪০)। তিনি দামুড়হুদার দলকালক্ষ্মীপুর গ্রামের মৃত কাবিল উদ্দীনের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দলকালক্ষ্মীপুর গ্রামের চান্দ আলীর বাগানের কিছু গাছ কেনেন পাশের গ্রামের কাঠব্যবসায়ী কাবা। গতকাল বুধবার গাছ কাটার জন্য সালামসহ কয়েকজনকে দিন হাজিরা চুক্তিতে কাজে নেন। গাছ কাটার এক পর্যায়ে গাছ পড়ে আব্দুস সালাম আহত হন। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক। সালাম দরিদ্র। ফলে উন্নত চিকিৎসা তার জন্য হয়ে পড়েছে দুঃসাধ্য।