স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শহরে ওয়েল্ডিং করার সময় ট্রাকের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে পাগলাকানাই এলাকার মশিউর রহমান সড়কে একটি মোটর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত বাবুল মিয়া (৪৫) সদরের বড়-কামারকুণ্ডু গ্রামের রব্বাত আলী মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শ শামসুজ্জোহা জানান, মোটর গ্যারেজটি মিস্ত্রি বাবুল মিয়া ট্রাকের তেলবাহী ট্যাংকার মেরামত করছিলেন। কাজ করার এক পর্যায়ে ওয়েল্ডিং করার সময় ট্রাকটির জ্বালানি ট্যাংকটি বিস্ফোরিত হয়ে গরম তেলে তার সারা শরীর ঝলসে যায়। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।