ছুড়ে ফেলা গরমপানিতে ঝলসে গেছে কিশোরীর পা

 

স্টাফ রিপোর্টার: প্রতিবেশীর বাড়ি থেকে ছুঁড়ে ফেলা গরম পানিতে ঝলসে গেছে ১৩ বছর বয়সী মোমেনা খাতুন। সে চুয়াডাঙ্গা সুমিরদিয়া রেলপাড়ার ইদ্রীস আলীর মেয়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মোমেনার শয্যাপাশে থাকা তার নিকটজনেরা বলেছেন, প্রতিবেশী তাহের আলীর স্ত্রী আলিয়া খাতুন ইচ্ছে করে গরম পানি ছুঁড়ে মারলে কিশোরী মোমেনার পায়ে পড়ে ঝলসে যায়। অবশ্য পৃথক সূত্র বলেছে, আলিয়া অসতর্কতায় রান্নার গরম পানি ছুঁড়ে মারলে এ বিপত্তি ঘটে।