মেহেরপুর জতারপুরে গরুর শিঙের আঘাতে কৃষকের মৃত্যু

 

আমঝুপি প্রতিনিধি: গরুর শিঙের আঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে।

জানা গেছে, মেহেরপুর মহাজনপুর ইউনিয়নের জতারপুর গ্রামের আজিজুল সর্দারের ছেলে ইজারুল (৩৫) গত রোববার সকাল ৯টার দিকে তার নিজ বাড়িতে গরুর খাবার দিতে যান। এ সময় একটি এড়ে গরু শিং দিয়ে ইজারুলের বুকে মুখে ও মাথায় মারাত্মকভাবে আঘাত করে। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল সোমবার বাদ আছর জানাজা শেষে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়। ইজারুলের দুটি পুত্র সন্তান রয়েছে।