স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রাদেশিক পরিষদ সদস্য অ্যাড. ইউনুছ আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
মুক্তিযুদ্ধকালীন দেশের দক্ষিণ-পশ্চিম রণাঙ্গণের উপপ্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অ্যাড. ইউনুছ আলী ১৯২৪ সালের ২১ অক্টোবর দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ৫ নভেম্বর ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি জীবদ্দশায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও অন্যতম সদস্য ছিলেন।