জীবননগর বাঁকার মনা গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগরের বাঁকা গ্রামের মনিরুজ্জামান মনাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। পাওনা টাকা আদায়ের দাবিতে আদালতে দায়েরকৃত মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার দেখানো হয়।

জানা গেছে, জীবননগর শহরের বিশিষ্ট মুদিব্যবসায়ী বাঁকা গ্রামের আরজম আলীর ছেলে মনিরুজ্জামান মনা যশোরের এক ব্যবসায়ীর সাথে ব্যবসা করতেন। ব্যবসার লেনদেনের নিয়ে ঝামেলার কারণে যশোরের ওই ব্যবসায়ী পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় মনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালত।