স্টাফ রিপোর্টার: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারী ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। গতকাল শনিবার বিকেলে মেজর জলিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ৭ নভেম্বর জাতীয় রাজনীতির ইতিহাসে টার্নিং পয়েন্ট। স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করা এবং বাক স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছিলো এ দিনে। এ সময় লেবার পার্টির মহাসচিব হামদুল্লহ আল মেহেদি, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।