স্টাফ রিপোর্টার: একটানা ছয়দিন বিরতির পর আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশন বসছে। বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে। গত ২৮ অক্টোবর ছয়দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়। ঈদ ও পূজার ছুটি শেষে গত ২৩ অক্টোবর অধিবেশন শুরু হলে দ্বিতীয় দফা কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসে। আর সে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি ১৯তম অধিবেশন আগামী ৭ নভেম্বর পর্যন্ত চালানো হবে। সংসদ সচিবালয় জানায়, সোমবার থেকে চার কার্যদিবসে বেশ কয়েকটি বিল পাস করার কথা রয়েছে।