মাথাভাঙ্গা মনিটর: মাঠে নামছেন, পুরো ৯০ মিনিটই খেলছেন। কিন্তু নামের পাশে লেখা হচ্ছে না গোল! লিওনেল মেসিকে এমন ভূমিকায় দেখতে একেবারেই অভ্যস্ত নয় ফুটবল বিশ্ব। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ীকে যে দুর্দান্ত দক্ষতায় একের পর এক গোল করে যেতেই দেখা যায়। সেই মেসিই কিনা লা লিগার টানা চারটি ম্যাচে একবারও বল জড়াতে পারেননি প্রতিপক্ষের জালে!
তবে এটাকে খুব বেশি পাত্তা দিতে চাইছেন না সানচেজ। নিজে গোল না পেলেও বরাবরের মতো দলের সামগ্রিক পারফরম্যান্সে মেসির ভূমিকাটা আগের মতোই আছে বলে দাবি করেছেন এ চিলিয়ান স্ট্রাইকার, লিও বরাবরের মতো একই রকম ফর্মেই আছে।