মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-মুজিবনগর সড়কে মুজিবনগর উপজেলার গৌরিনগর খালের ধারে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ওসি ররিউল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি বাহাদুর গাজীকে (২৮) আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মুজিবনগর থানা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি শিবপুর থেকে আটক করে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃত বাহাদুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত জালালউদ্দিন গাজীর ছেলে।