মালিতে দু ফরাসি সাংবাদিককে হত্যা

 

মাথাভাঙ্গা মনিটর: মালির উত্তরাঞ্চলীয় শহর কিদাল থেকে ফরাসি বেতার স্টেশন আরএফআই’র দু সাংবাদিককে অপহরণের পর হত্যা করা হয়েছে। তারা হলেন- ক্লদ ভেরলন ও ঘিসলেইন দুপন্ত। অপহরণের কিছুক্ষণের মধ্যেই তাদের হত্যা করা হয়। গত শনিবার কিদালের এক রাজনৈতিক নেতার সাক্ষাৎকার নিয়ে ফেরার সময় তাদের অপহরণ করা হয় বলে জানায় একটি অনলাইন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি ও একটি পিকআপ নিয়ে আসা চারজন সশস্ত্র অপহরণকারী ওই দু সাংবাদিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরপরই একটি ফরাসি টহল দল অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। অভিযান শুরু হওয়ার প্রায় ৫০ মিনিট পর কিদালে ১০ কিলোমিটার দূরে টহল দল নিহত দু সাংবাদিকে মৃতদেহ খুঁজে পায়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকাণ্ডটিকে নৃশংস আচরণ বলে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। মাত্র দু দিন আগে মালির প্রতিবেশী দেশ নাইজার থেকে অপহৃত চার ফরাসি সাংবাদিককে মুক্তি দেয়া হয়েছিলো। সেই মুক্তির আনন্দ উদযাপন করার সময়ই অপর দু ফরাসি সাংবাদিককে হত্যা করা হলো।