মহেশপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা করায় গ্রামবাসী তুলে দিয়েছে

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার টিআর বরাদ্দ প্রকল্পের ৫ মেট্রিক টন চাল নিয়ে নিম্নামানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় রাতের আঁধারে গ্রামবাসী রাস্তা থেকে সব ইট তুলে ফেলেছে।

মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগীহুদা ভালাইপুরপাড়ার রাস্তার জন্য ফতেপুর ইউপি সদস্য হযরত আলী ৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। বরাদ্দের চাল তুলে বিক্রি করে তিনি রাস্তা নির্মাণ করার জন্য ইট বালি নিয়ে এসে প্রায় ৫শ ফুট রাস্তা নির্মাণ করেন। কিন্তু সে রাস্তায় কোনো রকমে বালি ছিটিয়ে একটি করে ৩ নাম্বার ইট রাস্তায় পেতে দেন। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে রাস্তার ইট তুলে পাশে রেখে দেয়।

গ্রামের জাফর আলী জানান, রাস্তাটি ১০ফুট চওড়া হওয়ার কথা থাকলেও মাত্র ৬ফুট চওড়া করে তৈরি করা হচ্ছে।

এ ব্যাপারে ইউপি সদস্য হযরত আলী জানান, যারা ইট তুলেছে তাদের খোঁজ করা হচ্ছে। টিআর এর কাজে ইট দিয়ে রাস্তা করা হয় না। ঢ্যাস বালি দিয়ে রাস্তা করা হয়। তারপরও আমি ইট দিয়ে রাস্তা করছি।