দরিদ্র পরিবারের চারজন রক্তাক্ত জখম : একজনকে রেফার্ড
স্টাফ রিপোর্টার: বাড়ি থেকে বেরুনো পথ নিয়ে দামুড়হুদার উজিরপুর গ্রামের একই পরিবারের চারজনকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে তাদের ওপর হামলা চালায়। আহত চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা মুমূর্ষু হলেও অর্থাভাবে গতরাত ১১টায় এ রিপোর্ট লেখা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কাতরাচ্ছিলেন তিনি।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের পচা বিশ্বাসের বাড়ি থেকে বেরুনোর পথ নিয়ে প্রতিবেশী আয়ুব হোসেনের সাথে বিরোধ চলে আসছিলো। গতকাল বিকেল ৩টার দিকে গণ্ডগোলের এক পর্যায়ে আয়ুব হোসেন এবং তার তিন ছেলে আরিফ, শরিফ ও মণ্ডল লাঠিসোঁটা নিয়ে পচা বিশ্বাসের পরিবারের লোকজনদের ওপর হামলে পড়ে। এ ঘটনায় আহত হন পচা বিশ্বাস (৭০), স্ত্রী আনুরা খাতুন (৬০), মেয়ে শাহানাজ (৩০) ও পুত্রবধূ ফরিদা খাতুন (২৫)। ফরিদা ও শাহানাজের দু হাত ভেঙে গেছে। বৃদ্ধা আনুরা খাতুনের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। সেলাই দেয়া হয়েছে বেশ কয়েকটি। আর বৃদ্ধ পচা বিশ্বাসের ওপর হামলার কারণে তার অবস্থা মুমূর্ষু হয়ে ওঠে। তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে অতি দরিদ্র পচা বিশ্বাসের পরিবারের পক্ষে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় গত রাত ১১টা পর্যন্ত তাকে রাজশাহী নেয়া হয়নি। ন্যাক্কারজনক এ হামলার বিচার চেয়েছে পচা বিশ্বাসের দরিদ্র পরিবারটি।