তৌহিদ তুহিন: দামুড়হুদার কালিয়াবকরি নতিপোতা যৌথ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় ভগিরথপুর চত্রুবাক সংঘ জয়লাভ করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় এ খেলা অনুষ্ঠিত। ছুটিপুর একাদশকে ০-১ গোলে হারিয়ে ভগিরথপুর চত্রুবাক জয়লাভ করে। খেলার শেষ মুহূর্তে সেই কাঙ্ক্ষিত গোলে ভগিরথপুর চত্রুবাক সংঘকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। এ সময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউপি সদস্য মো. আবু তালে, ছুটিপুর ইউপি সদস্য মো. মোকলেচুর রহমান, খেলা পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, মমিন মাস্টার, ছাদা মাস্টার, আব্দুস ছাত্তার, মিলন মাস্টার, মামুন আলী, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ জিপু প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক আব্দুল ছামাদ, আজিজুল হক ও গোলাম আলী।