স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার ফোনালাপ ফাঁসের ঘটনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিচার দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তথ্যমন্ত্রী দু নেত্রীর ফোনালাপের রেকর্ড গণমাধ্যমে প্রকাশ করে নিজের আইন নিজে লঙ্ঘন করেছেন। তাই অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ আয়োজিত ‘আক্রান্ত গণমাধ্যম: সঙ্কটের আবর্তে দেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায়সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করছে গণতন্ত্রবিরোধী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, দেশ আজ ক্রান্তিলগ্নে। অনিশ্চয়তার কালো মেঘ আমাদের ঢেকে রেখেছে। দু নেত্রী নিজস্ব ফর্মুলা নিয়ে অটল রয়েছেন বলে দেশের সঙ্কট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না। ভবিষ্যতে এ সঙ্কট আরও তীব্রতর হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, বিরোধী মত সহ্য করার মতো ক্ষমতা কখনোই আওয়ামী লীগের ছিলো না, এখনো নেই। সরকারের গণবিরোধী কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর জন্য যত ধরনের উপায় রয়েছে, সবই ব্যবহার করার ওপর গুরুত্ব দেন তিনি।