টিপ্পনী

খবর: (দামুড়হুদার বদনপুরে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানি করেছে প্রাইভেট শিক্ষক)

 

ও ছিঃ ছিঃ করলে এ কী স্যার

এই বয়েসে খেলে আমার মাথা

লজ্জা-শরম থাকলো নাতো আর

কী ভয়ানক কাজটা তো নয় যা তা।

 

বলতে পারো কী বা তোমার জাত

যে পাতে খাও করলে সেটাই ফুটো

সত্যি তোমার বিষাক্ত বিষ দাঁত

তোমার মতো নেই তো মানুষ দুটো।

 

পাড়ায় পাড়ায় রটলো তোমার কাম

পারলে তোমার শিক্ষকতা ছাড়ো

মুখোশধারী কিই বা তোমার দাম

নিজের গালে পারলে নিজেই ঝাড়ো!

 

-আহাদ আলী মোল্লা