খবর : (চুক্তি না হলেও ট্রানজিটের সব সুবিধা নিচ্ছে ভারত)
দাদা আমার খুব সেয়ানা মানুষ
ঘুমের ঘোরে ওড়ায় রঙিন ফানুস
ঠাণ্ডা মাথায় মারে বিষের বাণ
বোঝে কেবল নিজেরই কল্যাণ।
দাদা আমার ফাঁকতালে গোল দেন
সুযোগ পেলে মাল বাগিয়ে নেন
হিসেব করে সকল কথা বলেন
পরের ভালো দেখলে ভীষণ জ্বলেন।
সব ব্যাপারে নিজের ভালো বোঝেন
সারা জীবন পরের ফুটো খোঁজেন
নেয়ার সময় সবকিছু নেন বুঝে
এমন মানুষ যায় না পাওয়া খুঁজে।
-আহাদ আলী মোল্লা