চুয়াডাঙ্গা পৌর কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

বর্তমান সরকার লেখাপড়ার পরিবেশ সৃষ্টিতে সব সময় আন্তরিক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর কলেজের ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান সরকার লেখাপড়ার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একের পর এক ভবন তৈরি করে যাচ্ছে। যাতে তৃণমূল পর্যায়ের ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ পায়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজান আলী, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু, পৌর কাউন্সিলর লিটু বিশ্বাস, গোলাম মোস্তফা মাস্তার ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলী রেজা সজল, কলেজের প্রভাষকসহ স্থানীয়  আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।