স্টাফ রিপোর্টার: বন্দরনগরী চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাইয়ুম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। গতকাল রোববার সকাল ১০টায় নগরীর টাইগারপাস এলাকার আমবাগানে এ ঘটনা ঘটে। খুলশি থানার এসআই মিনহাজ জানান, সকাল সাড়ে ১০টার দিকে টাইগারপাস এলাকার আমবাগানে সাদা পোশাকে অবস্থান করছিলেন কনস্টেবল কাইয়ুম, সালাউদ্দিন, সাহাবুদ্দিন ও আরিফুল। তিনি জানান, এ সময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে কাইয়ুম নিহত ও অন্যরা গুরুতর আহত হন। এসআই মিনহাজ জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।