স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আর কোনো ছাড় দেয়া হবে না। সর্বদলীয় সরকারের অধীনে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় যশোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন জয়। গতকাল যশোর সফরের মধ্যদিয়ে দক্ষিণাঞ্চল সফর শেষ করেছেন জয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার খালা শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। এর আগে খুলনা থেকে যশোর যাওয়ার পথে অভয়নগর উপজেলা থেকে বিমানবন্দর পর্যন্ত দলের নেতা-কর্মী ও সমর্থকেরা ফুল ছিটিয়ে তাদের বরণ করেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়। শনিবার সকালে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা নামক স্থানে দলীয় নেতাকর্মী সমর্থকদের দেয়া এক গণসংবর্ধনায় বক্তব্যদানকালে তিনি এ আহ্বান জানান। জয়ের প্রথমবারের মতো খুলনা সফর উপলক্ষে খুলনা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া থেকে সকালে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হন। জয়ের গাড়ি পৌঁছুলে রাস্তার দু পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে, স্লোগান দিয়ে তাকে অভিনন্দন ও স্বাগত জানান। গাড়িতে দাঁড়িয়েই হাত নেড়ে তৃণমূল নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সহযোগিতা করবেন। আমরা ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেবো। প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করবো। এরপর জয় গল্লামারি হয়ে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় হোটেল টাইগার গার্টেনে যান জয়। প্রথমেই খুলনা অঞ্চলের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরে হোটেলের সেমিনার কক্ষেই আইটি বিষয়ক একটি সেমিনারে তিনি অংশ নেন। এরপর বিকেলে খুলনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় যোগদেন তিনি।