স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা থানা পুলিশ ঘোলদাড়ী গ্রামে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইনতাজকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার এসআই লুৎফুল কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইনতাজকে গ্রেফতার করেন।
পুলিশসূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ঘোলদাড়ী গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে ইমদাদুল (৩৫) চুয়াডাঙ্গা আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ রোববার তাকে আদালতে হাজির করা হবে।