বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক ষড়যন্ত্র দেশবাসী নস্যাৎ করবে
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, জামায়াত-বিএনপি জোট অব্যাহতভাবে মিথ্যাচার চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে। একের পর এক হরতাল দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে অতিষ্ঠ করে তুলেছে। সম্মিলিতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
সংসদ সদস্য বলেন, বিএনপি-জামায়াত জোট ২৫ অক্টোবর এ সরকারকে বিতাড়িত করার এজেন্ডা দিয়েছিলো, অক্টোবর চলে গেছে। এখন নভেম্বর। সরকার আছে। সংবিধান মোতাবেক এদেশে নিবার্চন হবে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। বিরোধীদলের হরতাল অবরোধ ও যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি দিয়ে মাঠে ময়দানে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের আন্দুলবাড়িয়া-দেহাটি আমেনিয়া দারুল উলুম কওমি মাদরাসা কমিটি আয়োজিত আলোচনাসভায় এলাকার সুধী, আলেম ও ওলামায়ে কেরামগণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাজি আলী আজগার টগর। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খান, ইউপি সদস্য দলুরুদ্দিন দুলাল, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আব্দুস শুকুর সরকার, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত হোসেন, আশরাফুজ্জামান টিপু, গোলাম রসুল, সেলিম উদ্দিন, আবু জাফর, ইনামুল, বকুল প্রমুখ। সমাবেশ শেষে প্রধান অতিথি মাদরাসার অবকাঠামো উন্নয়নে আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দেন।