স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের জুনিয়র সার্টিফিকেট (জেএসসি ) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি ) পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে। কিন্তু, চলমান উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় ১৬টি কেন্দ্র ও ১৬টি ভেন্যুতে ১১ হাজার ৯১১জন শির্ক্ষাথী জেএসসি ও ৫টি কেন্দ্রে এক হাজার ৫৩৪ জন শির্ক্ষাথী জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হবে।