স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে আগামী নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, চিরস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের ধারা কোনো না কোনোভাবে শুরু করতে হবে। উন্নয়নের ধারা ধরে রাখতে ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে সংবিধান মানতে হবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে আর কেউ ষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে না পেরে সেজন্য আমরা এ প্রক্রিয়া শুরু করে যেতে চাই। শুক্রবার রাতে গণভবনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠককালে প্রধানমন্ত্রী তার সূচনা বক্তব্যে এ কথা বলেন। সূচনা বক্তব্যের পর শেখ হাসিনার সভাপতিত্বে জেপি প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।