ডাকবাংলা প্রতিনিধি: মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় মারা গেছে হরিণাকুণ্ডুর আছির উদ্দীন (৪০)। সে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ভাতুড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে। সে একজন নির্মাণ শ্রমিক হিসেবে ২০০৭ সালে ভাগ্য উন্নয়নের জন্য মালয়েশিয়ায় পাড়ি দেয়। গত চার মাস আগে দু মাসের ছুটি নিয়ে দেশে আসে। ছুটি শেষে আছির আবার মালয়েশিয়ায় ফিরে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে দু সন্তানের জনক। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে তার লাশ এসে পৌঁছুলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে আছির উদ্দীনের লাশ দাফন করা হয়েছে।