স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী নির্বাচন দলীয় নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এবং ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে। কারণ বাংলার মানুষ সন্ত্রাস, বোমা, হত্যা, নির্যাতনের কালো অধ্যায়ে ফিরে যেতে চায় না।’ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে সুধী সমাবেশে দেয়া বক্তব্যে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। এরপর জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এর আগে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে মাদারীপুরের শিবচর পাঁচ্চর বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্যে বলেন, ‘আমরাই দক্ষিণাঞ্চলের দাবি পূরণ করে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করবো।’ স্থানীয় বঙ্গবন্ধু ভবনেই রাতযাপন শেষে আজ শনিবার সকালে জয় বাগেরহাট, খুলনা ও যশোরের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।