বঙ্কিরা আব্দুল কুদ্দুস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোটচাঁদপুরের শেরখালী চ্যাম্পিয়ন

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বঙ্কিরা ফুটবলমাঠে গতকাল আব্দুল কুদ্দুস স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় কোটচাঁদপুর উপজেলার শেরখালী একাদশ ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া ব্যারিস্টার বাদল-রশিদ স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশিষ্ট ত্রীড়া সংগঠক হায়দার আলী জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সাংবাদিক আসিফ ইকবাল কাজল, আসিফ ইকবাল মাখন, শহনেওয়াজ খান সুমন, ফয়সাল আহম্মেদ, স্থানীয় ইউপি মেম্বার শহিদুল ইসলাম মনসাত, স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসি কাজী বায়োজিদ, আব্দুল কুদ্দুস স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ইদ্রিস নিয়াজ, ছব্দুল হোসেন, ফুটবল কমিটির আয়োজক আতিয়ার রহমান ফারাজী, শংকর কুমার সেন, আতিয়ার রহমান বিশ্বাস, আব্দুর রাজ্জাক, লিটন, ইয়াদুল প্রমুখ বক্তব্য রাখেন।