ক্রীড়া প্রতিবেদক: প্রয়াত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শেখ সালাউদ্দীন স্মরণে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় আলোচনাসভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের সভাপতি মাহফুজুর রহমান মিজাইল, পেপসি-কোলা কোম্পানির চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার কাস্টমার এক্সিকিউটিভ রেজাউল করিম রেজা ও নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কোচ সাইফ রাসেল। দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।