দর্শনা অফিস: দর্শনা রেলবাজারের বৃষ্টির পানি নিস্কাসনের জন্য দর্শনা-মুজিননগর সড়কে বৃট্রিশ শাসনামলে কালভাট নির্মাণ করা হয়। এ কালভাট দিয়ে বাজারের পানি নিস্কাসন করা হতো ততকালীন চিত্রা নদীতে। কালের আবর্তে হারিয়ে গেছে নদী। কালভাটের মুখেও নির্মাণ করা হয়েছে দোকানপাট। সে থেকেই অকেজো হয়ে পড়ে কালভাটটি। দর্শনা রেলবাজারের গোলাম ফারুক আরিফ মানিচেঞ্জারের সামনের এ কালভাটটি মানুষের মন থেকে হারিয়ে গেছে। সেকেলে মানুষ ছাড়া বর্তমান প্রজন্মের অনেকেই জানতোনা কালভাটের কথা। হঠাত করেই কালভাটটির ভাঙন ধরেছে। ব্যস্ততম প্রধান সড়কের মাঝখানেই সৃস্টি হয়েছে গর্তের। ভাঙনেধরা কালভাটটি মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত প্রধান সড়কের ওই স্থানটি মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন বলে সচেতন মহল মনে করছে।