মাথাভাঙ্গা ডেস্ক: ‘দক্ষ যুব শক্তি স্বনির্ভর অর্থনীতি’ এ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ৱ্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যুবউন্নয়ন অধিদপ্তের উপপরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। তিনি বলেন- আমাদের দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। বৃহত্তর এ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করতে পারলে বেকারত্ব নিরসনের পাশাপাশি দেশের অর্থনীতিতে এর এক ইতিবাচক প্রভাব পড়বে। চুয়াডাঙ্গা সদর ক্রেডিট কার্যালয়ের সুপারভাইজার আসাদুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছেন, জাতীয় দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার আলমডাঙ্গায় প্রশিক্ষণ, সনদপত্র প্রদান ও যুবকদের যুব ঋণ প্রদান করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশেষ অতিথি ছিলেন ৱ্যাব কমান্ডার এএসপি তারেক জুবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পারুলা খাতুন রাবেয়া, সমাজসেবা অফিসার আবু তালেব, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, যুবউন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, আলাউদ্দিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে ৩ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছেন, এ দিবস উপলক্ষে সকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা ও ইউএনও সাজেদুর রহমানের নেতৃত্বে শহরে একটি ৱ্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাজেদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিল ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, উপজেলা যুবউন্নয়ন অফিসার আবু মো. হাছানুল আজিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজামউদ্দিন, ঊষা সংস্থার সমন্বয়কারী আলমগীর হোসেন, কাজি মাহবুব জামান আদল প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভাপতিত্ব করেন উপজেলা যুবউন্নয়ন অফিসার আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন। আরও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ক্রেডিট সুপারভাইজার সেলিম উদ্দিন, ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা টিটন, আদর্শ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, অফিস সহকারী হোসনে আরা খাতুন, দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন, সালেহা মেম্বার, মনি বিশ্বাস, রফিকুর ইসলাম, আব্দুল হালিম ভুট্টু, জামাল হোসেন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর মেহেরপুরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী। বক্তব্য রাখেন যুবউন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মাসুদুল হাসান মালিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি হুমায়ূন কবীর, মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, বিটিভি প্রতিনিধি আল আমিন হোসেন, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল প্রমুখ। পরে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে ৮টি যুব সংগঠনকে অনুদান প্রদান করেছে মেহেরপুর জেলা যুবউন্নয়ন অধিদপ্তর। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় যুব দিবস উপলক্ষে মুজিবনগরে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেনের নেতৃত্বে একটি ৱ্যালি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে। পরে মুজিবনগর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোক্তার হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নূর ইসলাম সরকার, মুজিবনগর সরকারি শিশু পরিবারের কর্মকর্তা তন্ময় কুমার সাহা প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্টচত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সাইকেল ৱ্যালী বের করা হয়। ৱ্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। শোভাযাত্রা ও সাইকেল ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ-যশোর রোডস্থ যুব ভবনে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে জেলা প্রশাসন, যুবউন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে যুব ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ প্রতিনিধি জনিয়েছেন, গতকাল সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবি সংগঠন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের উদ্যোগে বাসষ্ঠান থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হকের নিকট প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। উপজেলার ১১ জন যুবকদের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
দৌলতপুর সংবাদদাতা জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি ৱ্যালি বের করে উপজেলা বাজার প্রদক্ষিণ করে। দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডলের সভাপতিত্বে যুব দিবসের আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছা, উপজেলা যুব কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ। শেষে প্রশিক্ষিত যুবক যুবতীদের মধ্যে সনদপত্র ও ঋণ বিতরণ করা হয়।