চুয়াডাঙ্গার মোহাম্মদজমা থেকে বোমা উদ্ধার

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোহাম্মদজমা মাঝেরপাড়ায় এক বাড়ির উঠোন থেকে পরিত্যক্ত বোমা উদ্ধার করা হয়েছে। পরশু বৃহস্পতিবার রাতে বোমাটি বাড়ির উঠোনে পাওয়া যায়। খবর পেয়ে কুতুবপুর ফাঁড়ি পুলিশ বোমাটি উদ্ধার করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদজমা মাঝেরপাড়ার আবু তালেবের ছেলে আ.লীগ নেতা আবু তাহেরের বাড়ির উঠোনে একটি কালো টেপ মোড়ানো একটি কৌটা আকৃতি দেখতে পান আবু তাহেরের মা ঠাণ্ডা নেছা। পরিবারের সদস্যদের জানালে পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা ওসির নির্দেশে কুতুবপুর ফাঁড়ি পুলিশের এএসআই রবিদ্রনার্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোমাটি উদ্ধার করেন।