মাথাভাঙ্গা মনিটর: চীন ও ভারতের সামরিক সদর দফতরের মধ্যে হটলাইন স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এ হটলাইন বসানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক বেইজিং সফরের সময়ে এ চুক্তি সই করা হয়। এ চুক্তি সইয়ের পর চীন-ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে দেশ দুটির সশস্ত্রবাহিনী যৌথ তৎপরতা চালাবে। চীনের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ইয়াং ইউজুন এক প্রেসব্রিফিঙে এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, চীন-ভারত সংশ্লিষ্ট সেনা বিভাগ ও সেনা কর্মকর্তারা নিয়মিত বৈঠক করতে পারেন। দু দেশের লাইন অব অ্যকচুয়াল কন্ট্রোল বা এলএসি হিসেবে পরিচিত ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্তে আস্থা বাড়ানোর বিষয়টি অব্যাহত রাখতে উভয় দেশ সম্মত হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, দু দেশের সম্পর্কের স্বার্থে চীনা সেনাবাহিনী সীমান্তে পারস্পরিক আস্থা, সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে ভারতের সাথে অব্যাহতভাবে কাজ করতে ইচ্ছুক।