গাংনীর গাড়াবাড়িয়ায় প্রীতি ফুটবল খেলায় করমদী জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে গাড়াবাড়িয়া স্কুলমাঠে গাড়াবাড়িয়া প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় গাংনী উপজেলার করমদী একাদশ জয়লাভ করে। করমদি একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে মেহেরপুর ফুটবল ক্লাব অব বার্সেলোনাকে (এফসিবি) পরাজিত করে। নির্ধারিত সময়ে গোলশূন্য শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়। বিজয়ী দলের নবিন, জিয়া, সুমন এবং বিজীত দলের মনা ও ইমাদুল গোল করেন। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ধলা আইসি ক্যাম্প ইনচার্জ এএসআই সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় আয়োজক কমিটির আহ্বায়ক মোশায়েব উপস্থিত ছিলেন।