কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

 

স্টাফ রিপোর্টার: কিশোরকণ্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা সদর পূর্ব শাখার উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবলে ৪টি দল অংশগ্রহণ করে। দশম শ্রেণিকে হারিয়ে অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ান হয়। ক্রিকেটে ৬টি দল অংশগ্রহণ করে। এতে ৬ষ্ঠ শ্রেণিকে হারিয়ে ক্ষুদে দল ৫ম শ্রেণি চ্যাম্পিয়ন এবং আলিম ২য় বর্ষকে হারিয়ে অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঠক ফোরামের সদর পূর্ব শাখার পরিচালক মুহা. মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের জেলা অর্থ উপদেষ্টা মুহা. আমান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অত্র মাদরাসার ইংরেজি শিক্ষক মাহাবুবুর রহমান, মুহা. কবির হোসেন। সার্বিকভাবে পরিচালনা করেন সাজ্জাদুল হক রকি, আসাদুজ্জামান, হুমায়ন কবির, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ, নাজমুল ইসলাম, ওয়ালিউর জাহিদ, রুবেল আহাম্মেদ, মুজাহিদুল ইসলাম, বুলবুল, আব্দুর রউফ, তাসদিক প্রমুখ।