স্টাফ রিপোর্টার: শরিকি জমিতে বেড়া দিতে গিয়ে মামাদের লাঠির আঘাতে জখম হয়েছেন ভাগ্নি ঠেকারি খাতুন (৪০)। গতকাল বৃহস্পতিবার বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকালই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঠেকারি খাতুন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভোগাইল বগাদির জিন্নাত আলীর স্ত্রী। একই গ্রামের মামা ইদু ও কুদ্দুস তাকে মারে বলে তার নিকটজনেরা অভিযোগ করেছেন।