বন্ধু সেজে হাসানকে ডেকে নিয়ে হত্যা করা সেই বাবু জেলহাজতে

চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসানকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই মামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসান হত্যামামলার মূল অভিযুক্ত বাবু অবশেষে জেলহাজতে। গতকাল বৃহস্পতিবার সে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সে আলমডাঙ্গার মাঝহাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ফার্মপাড়ার বদর উদ্দীন ভোদোর ছেলে হাসানকে (২২) গত ১৯ ফেব্রুয়ারি রাতে হত্যা করে তার নিকট থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়। পরদিন চুয়াডাঙ্গা সাতগাড়ি-কুলচারার মধ্যবর্তী নবগঙ্গা খালের ধার থেকে হাত পিঠমোড়া করে বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে মুক্তিপাড়ার মিলনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের একটি ব্রিজের নিকট থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মাজহাদের বাবু মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার জন্য হাসানের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলে ডেকে নিয়ে হত্যা করে বলে তথ্য পায় পুলিশ। বাবু ঘটনার পর থেকে আত্মগোপন করে। অবশেষে গতকাল আদালতে আত্মসমর্পণ করে সে। কোর্ট পুলিশ অবশ্য প্রথমে জানায়, থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি তদন্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাবু আদালতে আত্মসমর্পণ করেছে বলে শুনেছি। জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।