প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবলে কুষ্টিয়া জয়ী : আজ সেমিফাইনাল

 

ক্রীড়া প্রতিবেদক: প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবলে কুষ্টিয়া জেলাদল ২-০ গোলে ঝিনাইদহ জেলাকে পরাজিত করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া জেলাদল শুরু থেকেই আক্রমণ করে ঝিনাইদহ জেলার খেলোয়াড়দের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে থাকে। এ আক্রমণ থেকে কুষ্টিয়া ২ গোল আদায় করে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে। গতকাল কুষ্টিয়া জেলা দলকে উৎসাহ দিতে কুষ্টিয়ার সাবেক সিনিয়র খেলোয়াড়রা মাঠে উপস্থিত থেকে খেলার পরিবেশকে প্রাণবন্তু করে তোলেন। আজ একই মাঠে ভৈরব অঞ্চলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে যশোর ও খুলনা জেলা।

Leave a comment