স্টাফ রিপোর্টার: জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ন্যান্সিকে সাহস যুগিয়েছেন বিরোধী নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সামপ্রতিক সময়ে খালেদা জিয়ার প্রশংসা করে ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে হয়রানির মুখে পড়েছেন ন্যান্সি। তারই প্রেক্ষিতে ন্যান্সিকে ডেকে পাঠান বিএনপি চেয়ারপারসন। গতরাত ৯টা থেকে ২০ মিনিটের সাক্ষাতে খালেদা জিয়া অভয় দেন ন্যান্সিকে। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের কাছে মুখ খোলেননি তিনি। সাক্ষাতের বিষয়ে ন্যান্সি জানান, আসলে বিশেষ কোনো কারণে যাইনি। বিএনপিকে সমর্থন করে গত সপ্তায় আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর থেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। ২৯ অক্টোবর গভীররাতে পুলিশ আমার নেত্রকোনার বাসায় হানা দেয়। সে কারণে নেত্রী আমাকে ডেকেছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাতে খালেদা জিয়া আমাকে বলেছেন, তুমি শিল্পী মানুষ। নির্ভয়ে থেকো, আমরা তোমার পাশে আছি। প্রশংসা করে বলেছেন, তুমি ভালো গান করো। তোমার গানের চর্চা নিয়মিত চালিয়ে যাও। ভয়ের কিছু নেই। আমরা তোমাকে সবধরনের সহযোগিতা করবো। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে পেরে উচ্চসিত ন্যান্সি বলেন, আমি কখনো ভাবিনি উনার সাথে সামনা সামনি দেখা হবে। কথা হবে। আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমি আনন্দিত। উনি আমাকে বারবার সাহস যুগিয়েছেন। এর আগে রাত সোয়া ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান ন্যান্সি।